হাতিয়ায় ৫ দোকানীকে জরিমানা
প্রকাশিতঃ ৪:৪৩ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি অমান্য করায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পাঁচ দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার সাগরিয়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব কান্তি রুদ্র।
জানা যায়, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বুধবার সকাল থেকে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাগরিয়া বাজারে সরকারি আদেশ অমান্য করে বিভিন্ন বস্ত্রবিতান খোলা পাওয়া যায়। পরে খোলা থাকা পাঁচটি দোকান মালিককে এক হাজার করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অনেক দোকান মালিককে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে পালিয়ে যেতে দেখা যায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব কান্তি রুদ্র বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিন আমরা মাঠে কাজ করছি। জরিমানার পাশাপাশি অনেক জায়গায় মাইকিং করেও আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি।
Matched Content
সময় নিউজ ডট নেট এর কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচত্রি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে র্পূব অনুমতি ছাড়া ব্যবহার করা সর্ম্পূণ বেআইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন কমেন্সের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।