পাচারকালে ট্রাক বোঝাই কাঠ জব্দ
প্রকাশিতঃ ৪:৪২ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০২১

ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা তানজিল উর রহমান জানান, সেগুন, গামার ও কড়াই এর ৪৩ টুকরা বা ৬০ ঘন ফুট কাঠ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এ ব্যাপারে একটি বন মামলার প্রস্তুতি চলছে।
Matched Content
সময় নিউজ ডট নেট এর কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচত্রি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে র্পূব অনুমতি ছাড়া ব্যবহার করা সর্ম্পূণ বেআইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন কমেন্সের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।