হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশিতঃ ২:২৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক ; মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।রোববার সকাল থেকে হিলি বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি ছুটি থাকায় এ বন্দরে আজ কোন আমদানি-রপ্তানি হবে না। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের গণসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক বলেন, আমদানি-রপ্তানির সঙ্গে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে লোড-আনলোডসহ সকল কার্যক্রমও বন্ধ রয়েছে।
Matched Content
সময় নিউজ ডট নেট এর কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচত্রি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে র্পূব অনুমতি ছাড়া ব্যবহার করা সর্ম্পূণ বেআইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন কমেন্সের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।