হাসপাতালে সাকিব
প্রকাশিতঃ ৫:৫৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৫, ২০২১

স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ টেস্টের তৃতীয় দিনে মাঠে নামেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরনো ইনজুরি নতুন করে মাথাচাড়া দেওয়ায় ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে মাঠে নামাই হয়নি এই অলরাউন্ডারের।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে সাকিব আল হাসান কুচকির ইনজুরিতে আক্রান্ত হন। সে ইনজুরির কারণে টেস্টে তার ফেরা নিয়ে সংশয় ছিল। পুরোপুরি সুস্থ না হওয়া প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন তিনি। ব্যাট হাতে ১৫০ বল মোকাবেলা করে নিজের টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান। উইন্ডিজ স্পিনার রাকিম কর্নওয়ালের বলে সাজঘরে ফেরার আগে ৬৮ রান করেছিলেন তিনি। আজ সকালে গ্রোয়েন ইনজুরির স্ক্যান করাতে হাসপাতালে গেছেন সাকিব আল হাসান।
Matched Content
সময় নিউজ ডট নেট এর কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচত্রি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে র্পূব অনুমতি ছাড়া ব্যবহার করা সর্ম্পূণ বেআইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন কমেন্সের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।