খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
প্রকাশিতঃ ৬:৪০ অপরাহ্ণ | জানুয়ারি ১৫, ২০২১

নিউজ ডেস্ক :খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহীরা সাতক্ষীরা থেকে খুলনা আসার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
ট্রাকের চাপায় মরদেহের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাদের চেনা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, সিকদার পেট্রলপাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হরিণটানা থানার ওসি এনামুল হক বলেন, ট্রাকের চাপায় ঘটনাস্থলই দুজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
Matched Content
সময় নিউজ ডট নেট এর কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচত্রি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে র্পূব অনুমতি ছাড়া ব্যবহার করা সর্ম্পূণ বেআইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন কমেন্সের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।